ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ফলে বিপুল অর্থে কেনা হলেও এবার আইপিএলে মাঠে নামতে পারছেন না মোস্তাফিজ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ভারতের বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া বিবৃতিতে তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কেকেআর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে মোস্তাফিজকে আর স্কোয়াডে রাখা যাবে না।
দেবজিৎ সাইকিয়া বলেন, “গত কিছুদিনে ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রেক্ষিতে বোর্ড মনে করছে, মোস্তাফিজকে দলের বাইরে রাখা বর্তমানে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।” যদিও তিনি কেকেআর-কে আশ্বস্ত করেছেন, চাইলে তারা অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে এবং সে ক্ষেত্রে বোর্ড প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা দেবে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির প্রভাব ও সাম্প্রতিক নানা কূটনৈতিক অস্থিরতা। ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজকে হারানো কেকেআরের বোলিং পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনবে।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে নিশ্চিত হলো, এবারের আইপিএল আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন না। ফলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি বড় হতাশার খবর।









