
আইপিএল ২০২৬-এর প্রস্তুতির মধ্যেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেও কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ দেখেই ধারণা করা যাচ্ছে—সেই সম্পর্কের ইতি ঘটেছে। কেকেআরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাফিজকে নিয়ে করা সব ছবি ও পোস্ট গায়েব করে দেওয়া হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি স্পষ্ট করে বলেন, “সাম্প্রতিক প্রেক্ষাপটে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে। চাইলে তারা অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে নিতে পারবে এবং বোর্ড সে ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন দেবে।”
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক কিছু রাজনৈতিক-সামাজিক ঘটনার কারণে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রথমদিকে বিসিসিআই অপেক্ষার নীতি নিলেও শেষপর্যন্ত তারা কঠোর অবস্থানে যায়। সাইকিয়া স্পষ্ট করেছেন, “সাম্প্রতিক ঘটনাপ্রবাহের” ভিত্তিতেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, এবারের নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে দলে নিয়েছিল কেকেআর। এরপর থেকে দলের ফেসবুক পেজে নিয়মিত তার ছবি, ভিডিও ও পারফরম্যান্স শেয়ার করা হতো। এমনকি দুবাইয়ে ILT20 লিগে তার পারফরম্যান্স নিয়েও পোস্ট করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর কেকেআরের সোশ্যাল মিডিয়া থেকে মোস্তাফিজের সমস্ত চিহ্ন মুছে ফেলা হয়েছে।
প্রায় এক দশক ধরে আইপিএলে খেলে আসা এই ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ৬৫ উইকেটের অভিজ্ঞতা সম্পন্ন এই ‘কাটার মাস্টার’কে ছাড়া কেকেআরের এখন নতুন করে তাদের বোলিং আক্রমণ সাজাতে হবে।









