Home Bangladesh খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

23
0

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে স্থাপিত শোক বইতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মি. শেহবাজ শরীফ। সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। হাইকমিশন ভবনে রাখা শোক বইতে স্বাক্ষর করে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জানান।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here