বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ড. কামাল হোসেনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক দুর্বলতা, ফুসফুসে জটিলতা এবং নিউমোনিয়ার উপসর্গ দেখা দেওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনো বেশ দুর্বল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, গত বুধবার ড. কামাল হোসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেন এবং দীর্ঘক্ষণ বাইরে অবস্থান করায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
ড. কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন এবং তিনি একজন প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত।
গণফোরামের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।









