ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার (৩০ জুলাই) অন্তত ১০৪ জন নিহত এবং আরও ৩৯৯ জন আহত হয়েছেন।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী (আইডিএফ) গাজায় যে সামরিক অভিযান শুরু করে, তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ওই দিন থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে।