Home Bangladesh রাশিয়ায় এবার একটি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছে।

রাশিয়ায় এবার একটি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছে।

181
0

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা ঢাল বেয়ে নেমে আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বুধবার (৩০ জুলাই) প্রশান্ত মহাসাগরে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করে—জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।

রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস টেলিগ্রামে জানায়, আগ্নেয়গিরির পশ্চিম ঢাল দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে এবং শীর্ষে দেখা গেছে উজ্জ্বল আলো ও বিস্ফোরণের দৃশ্য।

ইনডিপেনডেন্ট আরও জানায়, আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে, ক্ল্যুচি নামে একটি ছোট শহরের কাছে অবস্থিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে ক্ল্যুচেভস্কয়।

এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, যার উচ্চতা প্রায় ৪,৮৩৫ মিটার (১৫,৮৩৩ ফুট)। প্রায় সাত হাজার বছর আগে গঠিত এই আগ্নেয়গিরি এখনও নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত ঘটায়। এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here