Home Economics বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ

34
0

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ সহজ করতেও সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইইউর এই রাষ্ট্রদূত।

বৈঠক শেষে হোয়াইটলি বলেন, সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইইউর ২৪ বিলিয়ন ইউরো বাণিজ্য আছে। এটা আরও বাড়াতে চাই। ইইউতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ুক, আমরা তা চাই।

এসময়, ২০২৬ সালে স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণ যেন সহজ হয় সে ব্যাপারে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন এই কূটনীতিক। তিনি বলেন, আমরা এ বিষয়ে জোর দিচ্ছি। কারণ, এটি বাংলাদেশ ও ইইউ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।

হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, শুধু তৈরি পোশাক রপ্তানি নয়, শ্রম বাজারেও সুনাম রয়েছে বাংলাদেশের। বৈঠকে রপ্তানি ও শ্রম বাজারের সম্ভাবনা কাজে লাগাতে ইইউ রাষ্ট্রদূত সহায়তার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here