Home Uncategorized গাত্তুসোকে ইতালির নতুন কোচ হিসেবে নিয়োগ, ‘সেরা সিদ্ধান্ত’ বলছেন বুফন

গাত্তুসোকে ইতালির নতুন কোচ হিসেবে নিয়োগ, ‘সেরা সিদ্ধান্ত’ বলছেন বুফন

85
0

নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের পর কোচ লুসিয়ানো স্পালেত্তিকে ছাঁটাই করে ইতালি। এরপর থেকেই নতুন কোচ খুঁজছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক এসি মিলান ও ইতালি মিডফিল্ডার জেনারো গাত্তুসো। ইতালির জাতীয় দলের ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন গাত্তুসোর নিয়োগ নিশ্চিত করেছেন। ৪৭ বছর বয়সী গাত্তুসো অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন বলে এফআইজিসি জানিয়েছে।

গাত্তুসোর নিয়োগের আগে, এফআইজিসি ক্লদিও রনিয়েরি ও স্টেফানো পিওলির সাথে যোগাযোগ করেছিল, তবে রনিয়েরি রোমার প্রশাসনিক দায়িত্ব নেওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেন। পিওলি ফিওরেন্টিনার কোচ হওয়ার পথে অনেকটা এগিয়ে যান। এরপর, গাত্তুসো, ফ্যাবিও ক্যানাভারো ও ড্যানিয়েল ডি রসির নাম বিবেচনায় আসে, তবে শেষ পর্যন্ত গাত্তুসোকেই বেছে নেওয়া হয়।

এ বিষয়ে ইতালির অভিজ্ঞ গোলরক্ষক বুফন বলেন, “আমরা বিষয়টি নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। প্রেসিডেন্ট ও ফেডারেশন গত কয়েক দিন ধরে নানা দিক নিয়ে আলোচনা করেছে। আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নিয়েছি।”

ইতালির সামনে দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে—এস্তোনিয়া ও ইসরায়েলের বিপক্ষে। আসছে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এই দুটি ম্যাচই গাত্তুসোর প্রথম পরীক্ষা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here